স্কুলেই হামাসের ঘাঁটি! সন্দেহে হামলা চালিয়ে ১০০ প্রাণ নিল ইজরায়েল

0
2

কিছু দিন আগেই গাজাস্ট্রিপ থেকে মিশর পর্যন্ত সুড়ঙ্গের অস্তিত্ব বেরিয়েছে ইজরায়েলি সেনার তল্লাশিতে। এরপর কোনও কিছুই ছাড়ছে না ইজরায়েল। হামাসের ঘাঁটি খুঁজে বের করতে বেছে বেছে হামলার সিদ্ধান্ত টেল আভিভের।

হামাসকে শেষ করতে এবার গাজার স্কুলে হামলা। স্কুলে ভয়ঙ্কর আঘাত হেনেছে ইজরায়েল। শনিবার গাজার স্কুলে এয়ার স্ট্রাইকের জেরে মৃত ১০০। তবে এই দাবি ওড়াল ইজরায়েল। টেল আভিভের দাবি, গাজার স্কুলে হামাসের ঘাঁটি ছিল। সন্ত্রাসী কার্যকলাপ রুখতে এই ঘটনা ঘটেছে।

ইজরায়েলি সেনার অভিযোগ ছিল, গাজার বিভিন্ন হাসপাতাল, স্কুল, ধর্মীয়স্থানে লুকিয়ে রয়েছে হামাস জঙ্গিরা। এদিন গাজার আল শাহবার স্কুলে বোমাবর্ষণ করে ইজরায়েল। এই হামলায় প্রাণ গিয়েছে ১০০ জনের। আহত শতাধিক। গত ১০ মাস ধরে হামাসকে শেষ করতে গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েল। এর আগে গত বৃহস্পতিবার গাজার আরও দুটি স্কুলে হামলা চালায় ইজরায়েলি ফৌজ। সেই দুটি হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন।