লোকসভা ভোটের আগে আচমকাই তিনটি সরকারি সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন দেব (Dev)। তখন তাঁর সেই ইস্তফাকে কেন্দ্র করে গেল গেল রব উঠেছিল। অর্থাৎ, অনেকেই বলতে শুরু করেছিলেন, তৃণমুলের সঙ্গে দূরত্ব বাড়ছে দেবের। সেই জল্পনা ইন্ধন জুগিয়েছিলেন দেব নিজেও। বলেছিলেন, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে কথা বলার পর ফের ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে ভোটে লড়েন দেব, এবং জয়ের হাট্রিক করেন। এরপর ফের সংশ্লিষ্ট ওই তিন পদে ফিরলেন তিনি।
ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি– এই তিনটি পদ থেকেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (Dev) ইস্তফা দিয়েছিলেন। তবে নির্বাচনে জয়ের পরে আবার ফিরে পেলেন তিনটি পদই।
জানা গেছে, নির্বাচন কমিশনের বিধি মেনেই কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল দেবকে। ঘাটালের মতো একটি জনবহুল এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে আবারও রোগী কল্যাণ দফতরের চেয়াম্যান হয়েছেন দেব। ফিরলেন বাকি দুই সংস্থার পদেও।
আরও পড়ুন: ধৃত সঞ্জয় সর্বোচ্চস্তরের অপরাধী, আরজিকরের ঘটনায় দাবি সিপির