ভারতীয় দলকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে জনতার ঢল, চলল সেলিব্রেশন

0
2

দেশে ফিরলেন ভারতীয় হকি দল। পিআর শ্রীজেশ , অমিত রুইদাসরা ছাড়া ফিরে এসেছেন হরমনপ্রীত সিংরা। হরমনপ্রীতদের স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ঢল। ভারতীয় দলকে স্বাগত জানাতে ঢাক-ঢোল নিয়ে হাজির ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ঢোলের তালে নাচ হরমনপ্রীতদের।

হকি ইন্ডিয়া যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দিল্লিতে বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন ভক্তেরা। হকি খেলোয়াড়েরা বাইরে বার হওয়ার পরেই তাঁরা হাততালি দেওয়া শুরু করেন। দেশের নামে জয়ধ্বনি হয়। ঢোল বাজতে শুরু করে। তার তালে নাচতে শুরু করেন মনপ্রীত সিং-সহ বেশ কয়েক জন খেলোয়াড়। এদিকে দেশে ফিরে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, “আমরা ফেডারেশনের কাছে যা যা চেয়েছি সব পূর্ণ হয়েছে। গোটা অলিম্পিক্স জুড়ে সমর্থন পেয়েছি। আমি সকলকে ধন্যবাদ দিতে চাই। এটা হকির একটা বড় সাফল্য। পর পর দুটো অলিম্পিক্স থেকে পদক জিততে পারলাম। যখনই মাঠে নামব, জিতে ফেরার চেষ্টা করব।”

আরও পড়ুন- রুপোর পদক কি পাবেন বিনেশ ? মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান