এবার বিনেশের পাশে সচিন , সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

0
3

এবার ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের পাশে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বিনেশ রুপোর পদক পাওয়ার যোগ্য , ভারতীয় কুস্তিগিরকে রুপোর পদক দেওয়ার দাবি তুললেন সচিন। এদিন সোশ্যাল মিডিয়ায়, সচিন বলেন, বিনেশের ওজন সামান্য বেশি হলেও ও মোটেই অনৈতিক ভাবে অলিম্পিক্সের ফাইনালে ওঠেননি। যোগ্যভাবে উঠেছে। তাই ও পদক যোগ্য।

এদিন সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, “ প্রত্যেক খেলারই নিয়ম রয়েছে। কিন্তু পরিস্থিতির বিচারে সেই নিয়ম নির্দিষ্ট সময় অন্তর খতিয়ে দেখা দরকার। স্বচ্ছ এবং স্পষ্ট ভাবেই ফাইনালের যোগ্যতা অর্জন করেছে বিনেশ ফোগাট। ঠিক ফাইনালের আগে ওজনের বিচারে ওকে বাতিল করা হয়েছে। ওর থেকে রুপোর পদক কার্যত চুরি করা হয়েছে তা কোনও যুক্তি এবং খেলাধুলোর সম্পর্কে ন্যুনতম বুদ্ধির ধার ধারে না। যদি শক্তিবর্ধক ওষুধ বা অন্য কিছু ব্যবহার করে অন্যায্য উপায়ে ফাইনালে ওঠার জন্য কাউকে বাতিল করা হত, তাহলে না হয় মেনে নেওয়া যেত। সেক্ষেত্রে ওই ক্রীড়াবিদকে পদক না দেওয়া বা সবার নীচে শেষ করার বিষয়টা ঠিক কাজই হত। কিন্তু প্রথম দুয়ে পৌঁছনোর সময় বিনেশ স্পষ্ট ভাবেই ওর প্রতিপক্ষদের হারিয়েছে। যোগ্য হিসাবেই ওকে রুপোর পদক দেওয়া উচিত। বিনেশ যাতে পদক পান সে জন্য প্রার্থনা করব। ”

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরই রুপোর পদকের জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকের জন্য আবেদন করেন বিনেশ।

আরও পড়ুন- কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ইস্টার্ন রেলওয়েকে হারাল ৩-০ গোলে