ভালো কাজ করছো: বিধায়ক হুমায়ুনকে দেখেই ডেবরার রাস্তায় কনভয় থামালেন মুখ্যমন্ত্রী

0
3

ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। পথে মধ্যে তাঁর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুক্রবার, তাঁকে দেখেই কনভয় থামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ মিনিট ধরে ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গেও।এদিন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখান থেকে কলকাতা ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় থাকায় তাঁর কনভয়। কারণে, সেখানে তাঁর জন্য দাঁড়িয়ে ছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া ও সাবির আলি। ৫ মিনিট ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় নেতৃত্বকে কাজ করার পরামর্শন দেন তৃণমূল সুপ্রিমো। হুমায়ুনকে “ভালো কাজ করছো” বলে প্রশংসাও করেন মমতা। তার পর কলকাতার উদ্দ্যেশে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। দলনেত্রীর ভোকাল টনিকে উজ্জীবিত ডেবরার তৃণমূল নেতৃত্ব।