অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগিরের দাপট, পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে আমন

0
3

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন কুস্তিগির আমন শেরাওয়াত । এদিন অলিম্পিক্সের কুস্তিতে পুরুষদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছান আমন । ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তিনি। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করে ফেলবেন আমন। আজ রাতে সেমিফাইনালের ম্যাচে নামবেন ভারতীয় কুস্তিগির। সেমিতে আমনের প্রতিপক্ষ হলেন জাপানের রেই হিগুচি।

এদিন পুরুষদের ৫৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে আমন হারিয়ে দেন আবাকারোভকে। ম্যাচে ১২-০ পয়েন্টে জেতেন ভারতীয় কুস্তিগির। ১০৪ সেকেন্ড বাকি থাকতেই জিতে যান আমন । আবাকারোভ গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। ইউরোপিয়ন চ্যাম্পিয়নশিপে রুপো পেয়েছিলেন তিনি। সেই কুস্তিগিরের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জয় করেন আমন।

আরও পড়ুন- ‘অবসর ভেঙে ফিরে আসুক’, বিনেশকে অনুরোধ কাকা মহাবীর ফোগাটের