জল্পনাই সঠিক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনুস: বৈঠকে সিদ্ধান্ত

0
1

শেষ পর্যন্ত জল্পনা সত্যি হল। নোবেলজয়ী মহম্মদ ইউনুসকেই (Muhammad Yunus) বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হল। মঙ্গলবার, ঢাকার বঙ্গভবনে বেশি রাত পর্যন্ত চলা বৈঠকে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে ছাত্র আন্দোলনের ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। ছিলেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরাও। সেখানে ইউনুসের নাম চূড়ান্ত হয়। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন পরে এ কথা সংবাদ মাধ্যমে জানান।

ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার দাবি উঠেছিল। সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিক বৈঠকে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তার পরেই এই সরকারের প্রধান কে হবেন-তা নিয়ে নানা জল্পনা শোনা যায়। তবে সব মোটামুটি সর্বসম্মতভাবেই নোবেল জয়ী মহম্মদ ইউনুসের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল সন্ধের বৈঠকে সর্বসম্মতিতে ইউনুসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব জানিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে হার ভারতের, জার্মানির কাছে হারল ৩-২ গোলে