পথ দুর্ঘটনায় লাগাম টানতে রাজ্য় সরকার বর্ষার বৃষ্টির জেরে বেহাল রাস্তাঘাট যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির নির্দেশ দিয়েছে। রাজ্যের পূর্ত দফতরের তরফে সব জেলায় রাস্তা মেরামতি শুরু করতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার হাল হকিকত পর্যালোচনা করতে পূর্ত কর্তারা জেলা গুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন।

বর্ষার মরশুমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ভিআইপি রোড-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে । যান চলাচল স্বাভাবিক করতে এবং গতি বাড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি মেরামতি জরুরি বলে ওই পর্যোলোচনায় উঠে এসেছে। তাই তড়িঘড়ি ওই রাস্তা মেরামতির কাজ শুরু করতে পূর্ত দফতর নির্দেশ দিয়েছে। আজ রাত থেকেই ভিআইপি রোড -সহ একাধিক জায়গায় রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে পূর্ত দফতর সূত্রে জানা গেছে। রাস্তা মেরামতি এবং রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট। শুধু কলকাতাই নয়, জেলায় জেলায় গুরুত্বপূর্ণ রাস্তা গুলিরও বেহাল দশা। এই নিয়ে অভিযোগ এসেছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। তাই এবার রাস্তা ধরে ধরে প্যাচওয়ার্ক (গর্ত মেরামতি) তড়িঘড়ি শুরু করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।








































































































































