পড়শি দেশে জ্বলছে আগুন। অস্থির পরিস্থিতি। মৃত্যু মিছিল। ফলে বাংলাদেশের (Bangladesh) আভ্যন্তরীণ কোনও স্পর্শকাতর বিষয় নিয়ে কোনওরকম উস্কানি, প্ররোচনা, বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে প্রশাসনের তরফে। বিতর্কিত পোস্ট বা ফেক ভিডিও যেন কেউ না ছড়ায়, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে অনেকেই বিতর্কিত পোস্ট করছে।
বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতি নিয়ে খাস কলকাতাতেও সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল মাধ্যমে একাধিক বিদ্বেষমূলক, হিংসামূলক, উস্কানিমূলক পোস্ট শেয়ার চলছে। এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিল লালবাজার। প্রোফাইল মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সতর্কবার্তা দিতে শুরু করল কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল ও সাইবার শাখার আধিকারিকরা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছেন। সারাদিনে প্রায় ২৫০টি প্রোফাইলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই সমস্ত উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে নিষেধ করা হয়েছে।
পুলিশ সূত্রের দাবি, মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। প্রোফাইল মালিকদের যাবতীয় তথ্য লিখে রাখা হচ্ছে। পরবর্তীতে ফের উস্কানিমূলক কোনও পোস্ট করা হলে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা।
আরও পড়ুন: ভিত্তিহীন খবর, আমার মা কোথাও আশ্রয় চাননি! স্পষ্ট জানালেন হাসিনা-পুত্র জয়