দিনের ব্যস্ত সময়ে হঠাৎই প্রবল শব্দে কেঁপে ওঠে যোধপুর পার্কের একটি ক্যাফে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন চারিদিক ছড়িয়ে ছিটিয়ে দোকানের জিনিসপত্র। জ্বলছে আগুন। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগকে। উদ্ধার করা হয় গুরুতর আহত ক্যাফের কর্মীকে। ঘটনায় আগুন দ্রুত নিভে যাওয়ার পরে আগুন লাগার কারণ নিয়ে তদন্তে দমকল বিভাগ।
যোধপুর পার্কের ক্যাফেটি বুধবার সকালে খোলার পরই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবি। বেলা ১১.৩০ নাগাদ বিষ্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তবে সিলিন্ডার ফেটে বিষ্ফোরণ কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের। তাঁরাই প্রথম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগান। অনেকাংশে ঝলসে যাওয়া রাঁধুনিকেও উদ্ধার করেন।
বিষ্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোকানের শাটার ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। দোকানের জিনিসপত্র থেকে চেয়ার টেবিল পর্যন্ত উল্টে যায়। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থলে পুলিশও পৌঁছে উত্তেজনা নিয়ন্ত্রণে ভূমিকা নেয়।