জিএসটি নিয়ে কেন্দ্রের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল (TMC)। জীবন ও স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহারের (Life & Health Insurance GST withdrawn)দাবিতে মঙ্গলবারই সংসদের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলসহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। এবার বুধবার রাজ্যসভায় এই ইস্যু নিয়ে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O Brayen)। তিনি এদিন তাঁর বক্তব্যে জানান,জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি জনবিরোধী। এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও (Finance minister Nirmala Sitaraman)চিঠি দিয়েছিলেন। তারপরেও জিএসটি প্রত্যাহার করা হয়নি৷ এই ইস্যুতে ১৫টি রাজনৈতিক দল প্রতিবাদ করার পরেও কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান থেকে এতটুকু সরেনি। জিএসটি কাউন্সিলে সরকারের সংখ্যাধিক্য আছে৷ এখানে ইগোর প্রশ্ন নেই ৷ আগামী জিএসটি কাউন্সিল বৈঠকেই (GST Council meeting)বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করার দাবি তোলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা এই দুটি ক্ষেত্রে জিএসটি মূলত মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি অর্থমন্ত্রীকে চিঠি লিখেই থেমে থাকেননি, মানুষের স্বার্থে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে কেন্দ্র এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নিলে আগামিতে বড় আন্দোলনের পথে নামা হবে। এরপরই তৃণমূল সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের এই ইস্যুতে সংসদে আওয়াজ তুলতে দেখা যায়। সংসদের দুই কক্ষেই সুর চড়াচ্ছেন বাংলার প্রতিনিধিরা।