ফের নারদা তদন্তে সক্রিয় সিবিআই। আবারও নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে (Mathew Samuel) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ২২ আগস্ট বেঙ্গালুরুর দফতরে ম্যাথুকে হাজিরার কথা বলা হয়েছে। কিছু নথি এবং তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে এ বারও তিনি হাজিরা দেবেন কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
এর আগে গত, জুলাই মাসেও নারদকর্তাকে তলব করে নেটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু বিদেশে থাকার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
লোকসভা ভোটের আগেও ম্যাথুকে (Mathew Samuel) একবার কলকাতার নিজ়াম প্যালেসে তলব করেছিল সিবিআই। গত ৪ এপ্রিল হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা এড়িয়ে গিয়েছিলেন। তবে তিনি সিবিআইকে জানিয়েছিলেন, পরবর্তী কালে তলব করলে হাজিরা দেবেন। তার পর আবার ১৭ জুলাই নোটিশ পাঠিয়ে বেঙ্গালুরুর অফিসে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:অবশেষে স্বস্তি! বিশেষ বিমানে অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন ২০৫ ভারতীয়