অশান্তির মাঝেও সম্প্রীতির বার্তা! সংখ্যালঘুদের রক্ষা করতে বাংলাদেশে মন্দির পাহারায় মুসলিমরা

0
2

অশান্তি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের (Bangladesh)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে সময় যত গড়াচ্ছে রীতিমতো লাশের পাহাড় জমছে ওপার বাংলায়। তবে এত অশান্তির মাঝেও বিভেদ ভুলে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছেন বাংলাদেশের যুব সম্প্রদায় (Youth)। তাঁদের দাবি, অশান্তি আর বরদাস্ত নয়। সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে সবাইকে একজোট হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মসজিদ (Masjid) থেকে মাইকে প্রচার করছেন এক তরুণ। ‘বিশেষ ঘোষণা’ বলে তিনি দেশবাসীর উদ্দেশে সব ভুলে এলাকায় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

তবে শুধু সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর ঘোষণা নয়, বাস্তবে সেই ছবি সামনে এসেছে। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ থেকে শুরু করে হিন্দু দেবদেবীর মন্দিরে যাতে কোনওরকম আঁচড় না লাগে তা নিশ্চিত করতে কড়া পাহারাও দেওয়া হচ্ছে। তবে যুব প্রজন্মের ডাকে সাড়া দিয়ে শান্তি-সম্প্রীতি রক্ষায় এগিয়ে আসছেন বহু মানুষ। জোটবদ্ধ হয়ে পাহারা দিচ্ছেন এলাকার মন্দির। বাংলাদেশের কিশোর-তরুণ-যুবক এবং পড়ুয়ারাই এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই হিন্দু-সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার জন্য বিভিন্ন জেলায় হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি নম্বরের সঙ্গে এক জন সেনা আধিকারিককে দায়িত্বও দেওয়া হয়েছে।

বাংলাদেশের ফরিদপুরের রামকৃষ্ণ মিশন, ইসকন, সাহাপারা মন্দির, পূর্ব আলিয়াবাদ পাটপাশ মন্দির, চকবাজার মন্দির, আনন্দময়ী কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দিরে পাহারায় রয়েছেন একাধিক যুব সঙ্ঘ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তৎপর তাঁরা। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলছে ভাঙচুর। তার মধ্যেই বড় পদক্ষেপ তরুণদের। মঙ্গলবার থেকেই এই অভিযান শুরু হয়েছে। রাতভর নজরদারির কাজ চলছে।

এদিকে সংখ্যালঘুদের প্রাণ বাঁচাতে কুমিল্লায় একজোট হয়েছেন মুসলিমদের বড় অংশ। এলাকার বিভিন্ন জায়গায় মাইকে তাঁরা প্রচার করছেন, ‘বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনও দুষ্কৃতী যেন হিন্দু ভাই-বোনের বাড়ি এবং তাঁদের ধর্মস্থানে হামলা চালাতে না পারে। শান্তির বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য’।