“হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল”- নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলাদেশ থেকে বিতাড়িত বিতর্কিত লিখিকা তসলিমা নাসরিন। সোমবার, সোশ্যাল মিডিয়ায় পরপর তাঁর পোস্ট দেখলেই স্পষ্ট যে হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনাকে এইভাবে দেশ ছাড়া হতে দেখে তিনি আত্মশ্লাঘায় ভুগছেন। তবে একইসঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও চিন্তিত লেখিকা। পোস্টে তিনি এও লিখেছেন, সেনাশাসনের জেরে বাংলাদেশ যেন পাকিস্তান না হয়ে যায়!
ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থান- সরকার পড়ে গেল বাংলাদেশে। পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এতেও শেষ নেই। জ্বলছে বাংলাদেশ। অবাধে চলছে লুটতরাজ। গণভবন দখল করেছেন বিক্ষোভকারীরা। হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি। যা দেখে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন বাংলাদেশী লেখিকা তাসলিমা। একসময় এই হাসিনা সরকারই তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। আজ এই বিষয়টিকে তিনি ইতিহাসের পুনর্নির্মাণ বা বদলা হিসেবেই দেখছেন বলে তাঁর পোস্ট থেকে অনুমান।
নিজের X হ্যান্ডেলে তসলিমা লিখেছেন, “আমার মা যখন মৃত্যুশয্যায়, তখন তাঁকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পর ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন। আমাকে আর কখনও দেশে প্রবেশ করতে দেননি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে।”
“হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল”- বলে লিখলেও সেনার অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “সেনাবাহিনীর হাতে যেন ক্ষমতা না যায়। দেশ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে। রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে। যেন কোনও অবস্থাতেই গণতন্ত্র বিসর্জন না দেওয়া হয়।”
বর্তমান পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠছে সেই প্রসঙ্গে লেখিকা লিখেছেন, সারা দেশে হামলা শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী যারা দুলে দুলে আমার সোনার বাংলা, কারার ওই লৌহ কপাট, ও আমার দেশের মাটি গাইল, তারা কোথায়? তারা কি গণভবণের হাঁস মুরগি খাসি চুরি করায় আর হাসিনার … চুরি করায় ব্যস্ত? নাকি তাদের দায়িত্ব তাদের জিহাদি ভাইব্রাদারদের হাত থেকে দেশের মাটির দেশের মানুষদের প্রাণ বাঁচানো?