মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে অযথা রাজনীতি কেন? তোপ কুণালের

0
6

সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শান্ত থাকুন। উস্কানিমূলক কথা ছড়াবেন না। বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে, তা-ই করবে রাজ্য। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েও ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়ল বিজেপি। দিলীপ ঘোষ বললেন, মন্তব্য করার অধিকার শুধুমাত্র মুখ্যমন্ত্রীরই আছে নাকি! এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ মঙ্গলবার স্পষ্ট জানান, বাংলাদেশের যা পরিস্থিতি তাতে মন্তব্য পাল্টা মন্তব্য না হওয়াই বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী সেই কথাই বলেছেন। এতে বিজেপির আপত্তি থাকার কোনও কারণ থাকতে পারে না।মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে অযথা রাজনীতি কেন?

কুণাল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক টান, সুসম্পর্ক আছে। আমাদের ভাষা, সংস্কৃতি সব কিছুতেই মিল আছে। আমরা সবাই বাংলাদেশের শান্তি যাতে তাড়াতাড়ি ফিরে আসে, স্বাভাবিক হয়ে ওঠে সেই প্রার্থনা করছি। এটা আন্তর্জাতিক বিষয়, কেন্দ্রীয় সরকার যা বলার বলবে। আমাদের একটাই বক্তব্য, যেহেতু বাংলাদেশের সঙ্গে সীমানাগতভাবে এরাজ্যের অনেকটা যুক্ত, তাই কেন্দ্র যাই সিদ্ধান্ত নিক না কেন তা যেন মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থে নেওয়া হয়।