অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ, কুর্নিশ নীরজের

0
3

২০২৪ প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ ফোগাট। এদিন মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জিতলেন ৭-৫ পয়েন্টে। দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। এমনকি এদিন বিনেশ হারান ইউয়ি সুসাকিকে। আর বিনেশের এই পারফরম্যান্সকে কুর্নিশ টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া। দিলেন বিশেষ বার্তা।

এদিন বিনেশের পারফরম্যান্সের পর নীরজ বলেন, “ এটা এক কথায় অসাধারণ। যেভাবে ও সুসাকিকে হারাল সেটা অবিশ্বাস্য। ও যে কতটা পরিশ্রম করছে, সেটা বোঝা যাচ্ছে। যেভাবে ভিনেশ শুরুটা করেছে, ওঁর সঙ্গে যা যা হয়েছে…, আমার প্রার্থনা ও যেন পদক পেয়েই অলিম্পিক্স শেষ করে।”

এদিন মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারান ইউক্রেনের ওকসানা লিভাচকে। জেতেন ৭-৫ পয়েন্টে। এদিন দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। শুরু থেকেই আক্রমণাত্মকমভাবে শুরু করেন বিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই টেকনিক্যাল ২ পয়েন্ট আদায় করে নেন বিনেশ। এরপর তিনি এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফিরে আসেন লিভাচ । ২ পয়েন্ট আদায় করে নেন। কিন্তু বিনেশের কাছাকাছি যেতে পারেননি। শেষমেশ ম্যাচ নিজের দখলে করে নেন বিনেশ। পৌঁছে যান সেমিফাইনালে। সেমিফাইনালে বিনেশের সামনে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজ। ম্যাচ শুরু হবে আজ রাত ১০ টা ১৫ থেকে।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ