জিএসটি ইস্যুতে সংসদের বাইরে TMC সাংসদদের বিক্ষোভ, যোগ দিলেন রাহুল-রাঘব

0
3

জিএসটি (GST ) ইস্যুতে কেন্দ্রীয় সরকারের চাপ বাড়াচ্ছে বিরোধীরা। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার (Life Insurance and Health Insurance) প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের মকরদ্বারে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। শামিল হলেন ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Allience) প্রতিনিধিরাও। সর্বদলীয় বৈঠকের পরই বিক্ষোভে যোগ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

জীবনবিমা এবং স্বাস্থ্যবিমায় জিএসটি জনবিরোধী। এই ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও (Finance minister Nirmala Sitaraman)চিঠি দিয়েছিলেন। শুধু তাই নয় মানুষের স্বার্থে তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে কেন্দ্র এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না নিলে আগামিতে বড় আন্দোলনের পথে নামা হবে। এবার সংসদের বাইরে GST প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ দেখাল তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা এই দুটি ক্ষেত্রে জিএসটি মূলত মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। এরপরই তৃণমূল সহ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা এই ইস্যুতে সংসদে আওয়াজ তুলতে দেখা যায়। লোকসভা এবং রাজ্যসভায় গর্জে ওঠেন বাংলার প্রতিনিধিরা।

এবার সেই ছবিই দেখা গেল ভবনের বাইরে। প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করলেন মহুয়া মিত্র থেকে শুরু করে, প্রতিমা মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, কীর্তি আজাদ, জুন মালিয়া সহ অন্যান্যরা। এছাড়া জোটের প্রতিনিধি হিসেবে কংগ্রেসের রাহুল গান্ধী ছাড়াও দেখা যায় আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadda), রাজীব শুক্লাকেও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখে ওই GST প্রত্যাহারের আর্জি জানিয়েছেন বিজেপির সাংসদ এবং মোদি সরকারের সড়ক পরিবহণমন্ত্রী। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST নিয়ে আলোচনা চান তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বক্তব্য রাখেন তৃণমূলের আরও এক চিকিৎসক সাংসদ শর্মিলা সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) বলেন, ‘আমাদের স্পষ্ট দাবি, লাইফ ইনসিওরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য, তার উপরে GST প্রত্যাহার করার ব্যাপারে আশ্বস্ত করতে হবে এবং এই সিদ্ধান্তকে ফিরিয়ে নিতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব, আমরা লড়াই চালিয়ে যাব।’ এই ইস্যুতে আজ সংসদ উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে।