প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ

0
4

২০২৪ প্যারিস অলিম্পিক্সের সেমিফাইনালে বিনেশ ফোগাট। এদিন মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে ভারতীয় কুস্তিগির হারালেন ইউক্রেনের ওকসানা লিভাচকে। জিতলেন ৭-৫ পয়েন্টে। এদিন দুরন্ত পারফরম্যান্স করেন বিনেশ। এই জয়ের সুবাদে অলিম্পিক্সে পদকের থেকে আর এক ধাপ দূরে বিনেশ।

ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণাত্মকমভাবে শুরু করেন বিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই টেকনিক্যাল ২ পয়েন্ট আদায় করে নেন বিনেশ। এরপর তিনি এগিয়ে যান ৪-০ ব্যবধানে। এরপর ম্যাচে ফিরে আসেন লিভাচ । ২ পয়েন্ট আদায় করে নেন। কিন্তু বিনেশের কাছাকাছি যেতে পারেননি। শেষমেশ ম্যাচ নিজের দখলে করে নেন বিনেশ। পৌঁছে যান সেমিফাইনালে। সেমিফাইনালে বিনেশের সামনে কিউবার ইউসনেলিস গুজমান লোপেজ। ম্যাচ শুরু হবে আজ রাত ১০ টা ১৫ থেকে।

প্রি-কোয়ার্টার ফাইনালেও দুরন্ত খেলেছিলেন বিনেশ। প্রি-কোয়ার্টারে বিনেশ হারিয়েছিলেন বিশ্বের এক নম্বর তথা গত বারের সোনাজয়ী ইউয়ি সুসাকিকে।

আরও পড়ুন- ফাইনালে নীরজ, সহজেই পার করলেন যোগ্যতা অর্জন পর্ব