পুর ও নগরোন্নয়ন দফতরে ১৫৪টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়

0
1

ইঞ্জিনিয়ার, শিক্ষক, চিকিৎসক সহ ১৫৪টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। পুর ও নগরোন্নয়ন দফতর থেকে ১২৫টি শূন্যপদ পূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। সব শূন্যপদেই ইঞ্জিনিয়ার নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিন সেই প্রস্তাব অনুমোদন করা হয়। কলকাতা পুরসভা এলাকায় রাস্তা সারাই, জমা জল নিষ্কাশন–সহ বিভিন্ন পরিষেবা আরও ভালভাবে দেওয়ার জন্য এই শূন্যপদ পূরণ করা হবে।

এর পাশাপাশি বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার তিনটি হাই মাদ্রাসাকে উচ্চমাধ্যমিক স্তরে উন্নিত করা হল। তাই শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে ১৫জনকে মাদ্রাসায় নেওয়া হবে। ঝাড়গ্রামের সাঁকরাইলে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে আরও বড় ও উন্নত করা হল। এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক সহ বিভিন্ন ক্ষেত্রে ১৪ জনকে নেওয়া হবে।