হল না নজির গড়া। হল না ব্রোঞ্জ পদক জয়। এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হার লক্ষ্য সেনে। মালয়েশিয়ার জি জিয়া লির কাছে এগিয়ে থেকেও হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২১-১৩,১৬-২১,১১-২১। অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় শাটলার।
ম্যাচে এদিন শুরু ভালই করেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। প্রথম সেটে জয় পান লক্ষ্য । ২১-১৩ জয় পান তিনি। দ্বিতীয় সেটেও দুরন্ত শুরু করেন । তবে এরপরই ম্যাচে ফেরেন জি জিয়া লির। তিনি ৩-৮ পয়েন্টে পিছিয়ে ছিলেন। সেখান থেকে ১১-৮ পয়েন্টে এদিয়ে যান মালয়েশিয়ার শাটলারের। যদিও এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেন লক্ষ্য। আট থেকে নয় পয়েন্টে পৌঁছান লক্ষ্য। ১২-১২ করে ফেলেন দ্বিতীয় গেমে। যদিও শেষ রক্ষ্যা হয়নি । শেষমেষ ১৬-২১ এ দ্বিতীয় সেট হারেন লক্ষ্য। তৃতীয় গেমেও প্রবল চাপে পড়ে যান ভারতীয় শাটলার। সহজ সুযোগ পেয়েও মিস করেন। যার ফলে ১১-২১-এ ম্যাচ হারেন লক্ষ্য।
আরও পড়ুন- অলিম্পিক্সে ১০০ মিটার ফাইনালে দুজনেরই সময় এক, সেকেন্ডের ব্যবধানে জয়ী আমেরিকার নোয়া