মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও সত্যম রায়চৌধুরীকে সোমবার আমন্ত্রণ করেছিলেন বিধানসভায়। সেখানে মুখ্যমন্ত্রীর অনুরোধে তিনি নতুন ইউনিভার্সিটির কথা জানান। কারণ, উত্তরবঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপ তাদের নতুন বিশ্ববিদ্যালয় শুরু করতে চলেছে । সেখানে বিভিন্ন বিষয়ের উপর পড়ানো হবে। সত্যম রায়চৌধুরী বলেন, উত্তরবঙ্গে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। বাংলায় ১১ টা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে। উত্তরবঙ্গে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ছাত্রছাত্রীরা নানান বিষয় নিয়ে পড়তে পারবে। মুখ্যমন্ত্রী ফ্যাশন ডিজাইনকেও এর অন্তর্ভুক্ত করতে বলেছেন। এর ফলে শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সারা দেশের মধ্যে এই প্রথম ফ্যাশন ইউনিভার্সিটি হবে।এই ইউনিভার্সিটির সঙ্গে ফ্যাশন যোগ হওয়ায় ছাত্রছাত্রীরা নিজেদের স্কিলিং যেমন বাড়াতে পারবে, হাতে কলমে শিখতে পারবে কাজ এবং কোর্স শেষ করার পর তারা যাতে চাকরির সুযোগ পায়, তার ব্যবস্থা আমরা করতে পারব বলে আশা রাখছি।
তিনি জানান, ১০ হাজার ছাত্রছাত্রী প্রত্যেক বছর এই ইউনিভার্সিটি থেকে পাশ করে সারা পৃথিবীতে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আগামী বছরই এই ইউনিভার্সিটি চালু হয়ে যাবে বলে তিনি আশাবাদী।মাস কমিউনিকেশন, ফ্যাশন ডিজাইন, অ্যানিমেশন ইত্যাদি বিষয়ের ওপর উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীরা রয়েছেন এই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবেন।