দিনের পর দিন মদ্যপ অবস্থায় স্কুলে আসছেন খোদ প্রধান শিক্ষক! তাঁর সঙ্গী সহকারী এক শিক্ষক। এবার দুই শিক্ষককেই হাতেনাতে ধরলেন অভিভাবকরা। অভিযোগ, এদিন এতটাই নাকি তাঁরা মদ খেয়ে ছিলেন যে দাঁড়াতে পারছিলেন না। ঘটনা দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ থানার দুর্গানগর প্রাথমিক বিদ্যালয়ের। অভিভাবকরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলে কাকদ্বীপ (Kakdwip) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।


স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার সিট প্রায়শই নাকি মদ খেয়ে স্কুলে আসেন। অভিভাবকরা বিষয়টি নিয়ে আপত্তি তুললে বার বার অস্বীকার করে গেছেন প্রধান শিক্ষক। তবে আজ, সোমবার দিন এলাকাবাসী ও অভিভাবকেরা হাতেনাতে ধরে ফেলে ওই প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার শিটকে।

অভিভাবকদের অভিযোগ এতটাই নাকি মদ্যপান করেছিলেন ওই দুই শিক্ষক স্বাভাবিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। এরপরই বিষয়টি নিয়ে অভিভাবকদের পক্ষ থেকে ও এলাকাবাসীদের পক্ষ থেকে কাকদ্বীপ (Kakdwip) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে পৌঁছে কাকদ্বীপ থানার পুলিশ দুই শিক্ষককে আটক করে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, সব দায়িত্ব নিয়ে ঘোষণা বাংলাদেশ সেনাপ্রধানের








































































































































