উত্তেজনা ছড়াবেন না, সবাই শান্ত থাকুন: বাংলাদেশ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

0
1

অগ্নিগর্ভ বাংলাদেশ। ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shekh Hasina)। সীমান্ত পারে যখন হিংসার আগুন তখন এপারে সবাইকে শান্ত থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি কেন্দ্রীয় সরকার দেখছে। তারা যা নির্দেশ দেবে রাজ্য তা মেনে চলবে বলে জানান বাংলার মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের (Bangladesh) বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমরা বিস্তারিত জানি না। এই অবস্থায় আমাদের বাংলায় সবাই শান্ত থাকুক। কেউ যেন উত্তেজনা না ছড়ায়। এটা ভারত সরকার এবং বিদেশ মন্ত্রকের বিষয়। ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেই অনুযায়ী চলব।“

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন। কার্যত হাত জোড় করে তিনি বলেন, “আপানারা শান্ত থাকুন। কোনও সাম্প্রদায়িকতামূলক আচরণ করবেন না। আইন হাতে তুলে নেবেন না। ভারত সরকার যে ভাবে বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব।“ রাজনৈতিক দলগুলির প্রতি মুখ্যমন্ত্রী বলেন, “সব রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করছি, দয়া করে করে এমন কোনও কিছু পোস্ট করবেন না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সব দলের নেতাদের বলব এটা দেশের উপর ছেড়ে দিন। আপনারা এমন কোনও কমেন্ট করবেন না যাতে হিংসা ছড়াতে পারে। সকলেই আমাদের ভাইবোন।” বিজেপি নেতাদের উদ্দেশ্যে বিশেষ করে বলেন, “বিজেপি নেতাদের কেউ কেউ পোস্ট করছেন। আমি আমাদের নেতাদেরও বলব কেউ কোনও পোস্টে যাবেন না।“

সোশাল মিডিয়ায় পোস্টের ক্ষেত্রে বিশেষ করে বিজেপি নেতৃত্বকেও সতর্ক থাকতে পরামর্শ দেন মমতা। বলেন, “নেতাদের সঙ্গে জনগণকেও বলব শান্তি রক্ষা করুন। ভারতও একটা দেশ। বাংলাদেশও একটা রাষ্ট্র। আমার প্রতিবেশীর যদি কিছু হয় তাঁর একটা প্রভাব পাশের রাজ্যে পড়ে। সেক্ষেত্রে শান্ত থেকে পরিস্থিতি দেখে রাখতে হবে।”