ফুলের তোড়া নয়। সবুজের অভিযানে গাছের চারা উপহার দিন। সোমবার, বিধানসভায় বনমহোৎসবে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রকৃতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, সবুজকে ধ্বংস কোরো না, সবুজকে আঘাত দিও না। ওরাও বাঁচতে চায়, ওরাও যে হাসতে চায়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা-সহ আরও অনেকে।মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, আমি প্রকৃতিকে ভালবাসি, সবুজকে ভালবাসি। এ-বিষয়ে আমার অনেক কবিতা আছে। সবুজকে ধ্বংস কোরো না, সবুজকে আঘাত দিও না। ওরাও বাঁচতে চায়, ওরাও যে হাসতে চায়। তাঁর কথায়, প্রকৃতি আমাদের যে কীভাবে রক্ষা করে তা বলার কথা নয়। মানুষের জীবন ধারণের ক্ষেত্রে প্রকৃতিমাতা সহায়ক হন। বন দফতর অনেক কাজ করেছে। আমরা ২০ কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। এটা বন দফতরের (Forest Department) বিশাল সাফল্য। আগে বন দফতরের পরিধি ছিল চার হাজারের কিছু বেশি বর্গ কিলোমিটার। এখন তা বেড়ে হয়েছে ১৬ হাজার ৮ লাখ বর্গ কিলোমিটার। বন্য গাছপালা, বন্যপশুর পাশাপাশি জঙ্গল এরিয়ায় বাস করে এমন প্রত্যেকটা মানুষের খেয়াল রেখেছি আমরা। উপহার-সংবর্ধনা হিসেবে ফুলের তোড়া না দিয়ে গাছের চারা দেওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.