জলপ্রপাতে ডুবে ম.র্মান্তিক মৃ.ত্যু ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর ভাগ্নের

0
3

বন্ধুদের নিয়ে আনন্দ করাই কাল হল। জলপ্রপাতে ডুবে মৃত্যু হল ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাওয়ের ভাগ্নের। কবিরধাম জেলার কবর্ধা এলাকার রানিধারা জলপ্রপাতে এই দুর্ঘটনা ঘটে। রবিবার বিকেলে ডুবে যান ২০ বছরের তুষার সাহু। প্রায় ১৬ ঘণ্টা তল্লাশি চালানোর পর সোমবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক জলপ্রপাতে নামেন এবং সেখানে স্রোতের টানে গভীর জলে পড়ে গিয়ে ডুবে যান। ভরা বর্ষায় জলপ্রপাতের জলের টান ও ধারা বেশ শক্তিশালী ছিল। তিনি টাল সামলাতে পারেননি বলে অনুমান।

সোমবার সকালে ডুবুরিরা একটি বড় পাথরের চাঁইয়ের খাঁজ থেকে তার দেহ উদ্ধার করে।উপমুখ্যমন্ত্রীর বোনের ছেলে তুষারের বাড়ি পার্শ্ববর্তী বেমেতারা জেলার বেমেতারা শহরে। জানা গিয়েছে, ছয় বন্ধুকে নিয়ে বন্ধুত্ব দিবসে পিকনিকে গিয়েছিলেন তুষার। সকলে জলপ্রপাতে স্নান করে উঠে আসলেও জলের তোড়ে ভেসে যান তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও তুষার ফিরে না আসায় তার বন্ধুরা পুলিশকে খবর দেন।পুলিশ ডুবুরি নামিয়ে সারারাত তল্লাশি চালায়। কিন্তু খোঁজ মেলেনি। রায়পুর থেকে দুটি হেলিকপ্টারে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছায়। এদিন সকালে তাঁর দেহ বের করে আনা হয় জল থেকে।

উল্লেখ্য, রানিধারায় বিশেষত বর্ষায় এরকম অসংখ্য ডুবে যাওয়ার ঘটনা ঘটে। কারণ রানিধারা খুবই বিখ্যাত একটি জলপ্রপাত। যা দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। এই ঘটনার পর আরও সতর্ক প্রশাসন।সতর্ক করা হচ্ছে পর্যটকদেরও।