মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার! দিনের শুরুতেই ১৩ লক্ষ কোটি টাকা খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের 

0
1
অগাস্টের (August) প্রথম দিনেই সব রেকর্ড (Record) ছাড়িয়ে রীতিমতো নজির গড়েছিল শেয়ার বাজার (Share Market)। কিন্তু চারদিন যেতে না যেতেই সোমবার রক্তক্ষরণ অব্যাহত দালাল স্ট্রিটে‌ (Dalal Street)। এদিন সকালে বাজার খুলতেই সেনসেক্স (Sensex) ১৫৩৩.১১ পয়েন্ট খুইয়ে ফেলে। পরে সেই সূচকে আরও তলানিতে গিয়ে পৌঁছেছে। বর্তমানে সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৮৩৮৫.৪৯ অঙ্কে। অন্যদিকে মুখ থুবড়ে পড়েছে নিফটিও (Nifty)।  ৪৬৩.৫০ পয়েন্ট খুইয়ে নিফটির সূচক হয়েছে ২৪২৫৪.২০। সোমবার, দিনের শুরুতেই ১৩ লক্ষ কোটি টাকা খোয়া গিয়েছে ব্যবসায়ীদের।
এদিন বেলা বাড়তেই এক ধাক্কায় আরও তলানিতে পৌঁছয় সেনসেক্স। ২৬০০ পয়েন্ট পতন হয়ে ৭৮,৩৮৫.৪৯ অঙ্কে পৌঁছয়। নিফটির সূচকও ৪৬৩.৫০ পয়েন্ট পতন হয়ে ২৪২৫৪.২০ -এ পৌঁছয় বলে খবর। শেয়ার বাজারে রক্তক্ষরণের জেরে বিনিয়োগকারীরা ইতিমধ্যে ৯.৫২ লক্ষ কোটি টাকা খুইয়েছেন। বিশেষজ্ঞদের মতে, মার্কিন বাজারে আর্থিক মন্দার জেরেই ভারতীয় শেয়ার বাজারে ধস নেমেছে। তবে বিগত এক সপ্তাহ ধরে নিফটি ও সেনসেক্সের সূচক ঊর্ধ্বমুখী থাকলেও, এ দিন সকালে বাজার খুলতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেনসেক্স ও নিফটির সূচক।
আচমকা বিপর্যয়ের মুখে পড়ে বড়সড় লোকসানের মুখে রিলায়্যান্স, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা মোটরসের শেয়ার। তবে খারাপ সময়েও লাভের মুখ দেখেছে এশিয়ান পেন্টস, সান ফার্মা, নেসলে, হিন্দুস্তান ফার্মাসিউটিক্যাল।