বাংলাদেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা! বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়েছে বেলা আড়াইটে নাগাদ বিশেষ হেলিকপ্টারে ঢাকা ছাড়েন হাসিনা। সংবাদ সংস্থা সূত্রে আরও দাবি তাঁর সঙ্গে তাঁর বোন শেখ রেহানাও দেশ ছেড়েছেন। ‘নিরাপদ আশ্রয়ের’ দিকে রওনা দিলেও তাঁরা কোথায় গিয়েছেন তা প্রকাশ্যে আসেনি। দেশ ছাড়ার আগে তিনি ইস্তফাও দিয়েছেন বলে দাবি সূত্রের। যদিও সরকারি সূত্রে এখনও এনিয়ে কিছু দাবি করা হয়নি।
প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বাংলাদেশ সেনার শাসনে না তত্ত্বাবধায়ক শাসনের হাতে যাবে তা নিয়ে বিরাট প্রশ্ন তৈরি হয়। সূত্রের দাবি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথে চলেছে বাংলাদেশে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে মসনদে বসতে চলেছেন ডঃ জিল্লুর হোসেন। সেনাপ্রধানের বক্তৃতার পরে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে, দেশের ছাড়ার আগে দিল্লির সাহায্য চেয়েছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। তবে দিল্লি আন্তর্জাতিক আকাশের সীমা লঙ্ঘন করতে চায়নি বলেও সূত্রের খবর।
সূত্রের খবর, বাংলাদেশ পদত্যাগ করে দেশে ছাড়ার পরেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে কয়েক হাজার মানুষ। কয়েকদিন ধরে শেখ হাসিনার পদত্যাগের দাবির পরে তিনি দেশ ছাড়ার পরে কার্যত অরাজকতা শুরু হয় গণভবনে। কিছু মানুষ উল্লাস করতে থাকেন। অনেককেই দেখা যায় গণভবনের বিভিন্ন জিনিস লুটপাট করতে থাকেন। কার্যত নৈরাজ্যর চেহারা নেয় প্রধানমন্ত্রীর বাসভবন। শেখ মুজিবর রহমানের মূর্তির উপরে উঠে উল্লাস করতে দেখা যায় তাঁদের।