ফের মর্মান্তিক দুর্ঘটনা। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। এক মন্দিরের দেওয়াল আচমকাই ভেঙে পড়ল। বেঘোরে প্রাণ গেল ৯টি শিশুর। আহত অনেকে। রাজ্যের সাগর জেলার শাহপুরের হর্দৌল বাবা মন্দিরের এই দুর্ঘটনা ঘটেছে। আহত শিশুদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ভেঙে পড়ে পাঁচিল।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় কবলে পড়া নাবালকদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান শীর্ষ আধিকারিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন,আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। যে পরিবারগুলি তাদের সন্তান হারিয়েছে সকলের জন্য আমার সমবেদনা। সরকার প্রত্যেক পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে। প্রসঙ্গত, এর আগে রাজ্যের রেওয়া জেলায় একটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ে স্কুল ফেরত চারটি শিশু মারা যায়।






































































































































