ক্রেতা সেজে চুরি কোন্নগরের সোনার দোকানে! সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ

0
1

ক্রেতা সেজে রীতিমতো রেইকি করে কোন্নগরের স্কাইপার রোড সংলগ্ন চড়কতলায় একটি সোনার দোকানে চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ ক্রেতা হিসাবে দোকানে ঢোকে এক ব্যক্তি। সোনার হার কেনার নাম করে গহনা দেখতে চায়।এরপর দোকানদারকে ধোঁকা দিয়ে গহনার বাক্স নিয়ে বাইরে থাকা তার সঙ্গীকে নিয়ে চম্পট দেয়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একজন মাঝ বয়সী ব্যাক্তি ক্রেতা সেজে দোকানে আসেন। বাইরে সেই সময় বাইক নিয়ে অপেক্ষা করছিল আরও একজন। সোনার হার কেনার নাম করে গহনা দেখতে থাকেন ওই ব্যাক্তি। বাক্স খুলে চেন দেখাতে থাকেন দোকানদার। চোখের নিমিষেই সেই গহনার বাক্স নিয়ে দৌড়ে ওই ব্যক্তি চলে যায় দোকানের বাইরে। আগে থেকেই বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে ছিল একজন। বাইকে চেপে গহনার বাক্স নিয়ে চম্পট দেয় দুজন।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও ওই দুইজন ওই সোনার দোকানে এসেছিলেন। তারা যে ক্রেতা সেই বিশ্বাসযোগ্যতা তৈরী করার পর এই কাণ্ড ঘটান। এইভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। ঠিক একইভাবে বেশ কিছুদিন আগে চন্ডীতলার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে চুরির ঘটনা ঘটে।পরে পুলিশ দুজনকে গ্রেফতার করে সিসিটিভি ফুটেজ দেখে।