বানতলায় ১৬৩ নতুন সংস্থা, দ্রুত কাজ শুরুর তদারকিতে বিধায়ক, মন্ত্রী

0
3

সেপ্টেম্বর থেকে বানতলা চর্মনগরীতে কারখানা তৈরির কাজ শুরু করে দেবে ১৬৩টি নতুন সংস্থা। একদিকে তাঁদের জমি অধিগ্রহণ, অন্যদিকে স্থানীয় মানুষকে পুনর্বাসন নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রবিবার সেই এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক শওকত মোল্লা ও মন্ত্রী জাভেদ খান। সেই সঙ্গে ছিলেন প্রশাসিক আধিকারিকরাও।

রাজ্য সরকারের শিল্প উদ্যোগের অন্যতম এলাকা হিসাবে চিহ্নিত বানতলা চর্মনগরী। প্রায় ৫০০ সংস্থা এই এলাকায় জমি নিয়ে কারখানা তৈরি করে উৎপাদনের মাধ্যমে রাজ্যের কর্মসংস্থান বাড়াবেন। সেই সঙ্গে অনুসারি শিল্পে নতুন চেহারা নেবে বানতলা। প্রাথমিকভাবে ১৬৩টি চর্ম সংক্রান্ত সংস্থা জমির রেজিস্ট্রি করেছেন। তাঁদের সেপ্টেম্বরেই কীভাবে জমি হস্তান্তর করা যায়, সেই প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।

রবিবার এলাকা পরিদর্শন করে বিধায়ক জানান সংস্থাগুলির জমি হস্তান্তর দ্রুত করার পাশাপাশি এলাকার উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা থেকে হাসপাতাল, খাবার জায়গা এমনকি যাতায়াতের দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের জমি অধিগ্রহণ হচ্ছে, তাঁদের পুনর্বাসনের বিষয়টিও এই পর্যায়েই সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন বানতলায় আরও দশ হাজার কোটির নতুন বিনিয়োগ এসেছে। এই পরিস্থিতিতে সেখানে সংস্থাগুলির সংস্থাপন সুষ্ঠু করতে উদ্যোগী রাজ্য সরকার।