অলিম্পিক্স মানে নানা মুহুর্ত , নানা ঘটনা। অলিম্পিক্সে যেমন তৈরী হয় নানা কীর্তি, তেমন ঘটে নানা ঘটনা। যা মনে রাখে সারা বিশ্ব। চলতি অলিম্পিক্সেও নজিরের পাশাপাশি ঘটছে নানা ঘটনা। যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা প্রতযোগিকে সতীর্থর বিয়ের প্রস্তাব হোক বা লিঙ্গ বিতর্ক। হইচই পরে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার আরও এক অলিম্পিক্সের ঘটনা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বড় পুরুষাঙ্গ, তাতেই পদকের স্বপ্ন শেষ হল ফ্রান্সের অ্যান্থনি আমিরাতি। উঠতে পারলেন না অলিম্পিক্সের পুরুষদের পোল ভল্টের ফাইনালে।
চলছিল পুরুষদের পোল ভল্টের ফাইনাল। সেখানে ৫.৪০ মিটার এবং ৫.৬০ মিটারের উচ্চতা এক বারই টপকে গিয়েছেন আমিরাতি। কিন্তু ফাইনালে ওঠার জন্য তাঁকে ৫.৭০ মিটার উচ্চতা টপকাতেই হত। তিন বারের প্রচেষ্টাতেও সেই উচ্চতা অতিক্রম করতে পারেননি ফ্রান্সের অ্যাথলিট। তাঁর ৫.৭০ মিটারের উচ্চতা টপকানোর দ্বিতীয় প্রচেষ্টায় হয় যত কাণ্ড। পোলে ভর করে সঠিক ভাবে নিজের শরীর যথাযথ উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন আমিরাতি। হাইট বার টপকানোর সময় তাঁর পা তাতে লেগে যায়। হাইট বার নড়লেও পড়ে যায়নি। কিন্তু প্রায় পরের মুহূর্তেই ফরাসি অ্যাথলিটের পুরুষাঙ্গ ধাক্কা লাগে হাইট বারের সঙ্গে। তাতে সেটি নীচে পড়ে যায়। স্বভাবতই বাতিল হয়ে যায় তাঁর প্রচেষ্টা। আর এরপরই এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
UNUSUAL ?
??French pole vaulter Anthony Ammirati misses the pole and knocks it down with his “bulge” during the Paris Olympics. #Paris2024 #Olympics pic.twitter.com/TJOUWzR3Ob
— F.M NEWS (@fmnews__) August 3, 2024
আরও পড়ুন- মানুকে বিশেষ সম্মান আইওএ’র, অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক জোড়া পদক জয়ী শুটার