শনিবার থেকেই থমথমে পরিবেশ বাংলাদেশ (Bangladesh) জুড়ে। নতুন করে অশান্তির কারণে পড়শি দেশ কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। শনিবারই বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভের জেরে একাধিক জায়গায় শুরু হয়েছে সংঘর্ষ। রবিবার থেকেই অসহযোগ আন্দোলন শুরু করেছে কোটা (Quota) সংস্কার আন্দোলনকারীরা। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। ঢাকার পাশাপাশি আন্দোলনের ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জেলাগুলিতেও। সূত্রের খবর, ১৩টি জেলায় মৃত্যু হয়েছে মোট ৩২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের হাই কোর্টের সাফ নির্দেশ, হিংসা নিয়ন্ত্রণে পুলিশ রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়তে পারে। প্রয়োজনে গুলি চালাতে পারে। তবে হিংসার ঘটনা না ঘটলে কোনওভাবেই গুলি চালানো যাবে না।


