বিরিয়ানিতে মজলেন টলিউডের ‘বাবলি’, রাজ – আবীরকে নিয়েই আহারে-বাহারে প্রচারপর্ব

0
3

গল্প উপন্যাসে নায়িকাদের কেন স্লিম আর সুন্দরী হতে হয়? পাশের বাড়ির গোলগাল সাদামাটা মেয়েটার দুঃখ বুঝে নিজের সৃষ্ট ‘বাবলি’কে ডানাকাটা পরী হিসেবে উপন্যাসের নায়িকা করেননি বুদ্ধদেব গুহ (Budhhadeb Guha)। সেই কাহিনী এবার বড়পর্দায়। ট্রেলার প্রকাশ্যে আসতেই দেখা গেল সাহিত্যিকের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে একই পথে হেঁটেছেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তাই আগামী ছবির প্রচারেও একটু অন্য রাস্তা ধরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় – আবীর চট্টোপাধ্যায় (Shubhashree Ganguly – Abir Chatterjee)। ‘বাবলি’র (Babli) প্রমোশনে সোজা পৌঁছে গেলেন বিরিয়ানির হেঁশেলে! একদিনের জন্য ডায়েট শিকেয় তুলে টলিপাড়ার তিন মূর্তি পৌঁছে গিয়েছিলেন ডি বাপির অন্দরে।স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। আবিরের পরনে ছিল ক্যাজুয়াল শার্ট। আর ‘বাবলি’ শুভশ্রী সেজেছিলেন হলুদ রঙের শাড়িতে। জমিয়ে চলল সিনে প্রচার।

বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাসকেই সিনেমার পর্দায় তুলে ধরছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ‘বাবলি’ হিসেবে চমকে দিয়েছেন ওয়েব সিরিজের ইন্দুবালা। শনিবার প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। মান অভিমান ঈর্ষা আর প্রেমের মিশেলে নিজেকে উজাড় করে দিয়েছেন রাজ -পত্নী। অভির চরিত্রে একদম মিলেমিশে গিয়েছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক।শুভশ্রী-আবিরের পাশাপাশি ছবির অন্যতম মুখ্য চরিত্র সৌরসেনী মৈত্র। সেই ছবির জন্য ইডি বাপির বিরিয়ানির দোকালে আহারে-বাহারে চলে প্রচারপর্ব। কিছুদিন আগে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও তাঁর ছবির প্রচারে সেখানে গিয়েছিলেন। স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ‘বাবলি’।