শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ টাই, হতাশ ভারত অধিনায়ক

0
1

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছে ভারতীয় দল। একরান করতে না পারায় শেষমেষ হয় ম্যাচ টাই। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। রোহিত শর্মা, কেএল রাহুল, অক্ষর প্যাটেল ছারা কেউ ব্যাটে রান করতে পারেননি। আর এতেই হতাশ ভারত অধিনায়ক। ম্যাচ শেষে হতাশা ঝড়ে পড়ল রোহিতের গলা থেকে।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ লক্ষ্য অসম্ভব কিছু ছিল না। লক্ষ্যে পৌঁছনোর জন্য আমাদের ভাল ব্যাট করতে হত। আমরা কিছু সময় ভাল ব্যাট করেছি। ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারিনি। একটা সময় আমরাই সুবিধাজনক জায়গায় ছিলাম। পর পর দুটো উইকেট হারিয়ে চাপে পড়ে যাই। কে এল রাহুল এবং অক্ষর প্যাটেলের জুটি আমাদের লড়াইয়ে ফিরিয়েছিল। তবু আমাদের শেষটা হতাশাজনক হয়েছে। কখনও কখনও এরকম হয়। শ্রীলঙ্কা শেষ দিকে বেশ ভাল খেলেছে। সব মিলিয়ে ম্যাচের ফল ঠিকই আছে। ”

এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ গোটা ম্যাচেই পিচ মোটামুটি একই রকম আচরণ করেছে। এই ২২ গজে ব্যাটিং একটু কঠিন ছিল। নামলাম আর মারতে শুরু করলাম, তেমন পিচ নয়। খেটে রান করতে হয় এই ধরনের পিচে। তবে ভাল লড়াই হয়েছে। দু’দলই কখনও না কখনও সুবিধাজনক জায়গায় থেকেছে। শেষে একটা কথাই বলব, আমাদের আর একটা রান করা উচিত ছিল।”

আরও পড়ুন- বিপাকে আনোয়ার , পাঁচদিন সময় ইস্টবেঙ্গল , দিল্লি এফসিকে