প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় দীপিকা কুমারির

0
3

আশা জাগিয়েও হল না। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দীপিকা কুমারি। কোয়ার্টার ফাইনালে তিনি হেরে গেলেন দক্ষিণ কোরিয়ার নাম সুহিয়নের কাছে। ম্যাচের ফল ৪-৬। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ভজন কউর। যার ফলে তিরন্দাজিতে প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের আশা শেষ।

এদিন প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকার প্রতিপক্ষ ছিলেন দ্বিতীয় বাছাই নাম সুহিয়ন। সেই ম্যাচে সুহিয়ন সমানে সমানে টেক্কা দেন দীপিকা। তাঁর বিরুদ্ধে লড়াই করে হারলেন ভারতীয় তিরন্দাজ। প্রথম সেট জিতে নিয়েছিলেন দীপিকা। দ্বিতীয় সেটে হেরে যান তিনি। তৃতীয় সেটে আবার ফিরে আসেন দীপিকা। তবে পরের দু’টি সেটে আর দাঁড়াতে পারেননি। পরের দুটি সেট হেরে অলিম্পিক্স থেকে বিদায় নেন দীপিকা।

অলিম্পিক্সে শনিবার প্রি-কোয়ার্টারে দীপিকা জিতেছিলেন জার্মানির মিশেল ক্রোপেনের বিরুদ্ধে। ৬-৪ স্কোরে জিতেছিলেন ভারতীয় তিরন্দাজ। কিন্তু কোয়ার্টারে আর পারলেন না দীপিকা।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ টাই, হতাশ ভারত অধিনায়ক