বিরোধীদের প্রবল বিক্ষোভ প্রতিরোধের মুখেও তৈরি হয়েছিল সেন্ট্রাল ভিস্তা। প্রথম বছরেই এ কী হাল ২০ হাজার কোটির সেই সংসদ ভবনের! দেশবাসীর করের টাকা খরচ করে তৈরি করা সংসদ ভবনে কখনও ছাদ চুঁইয়ে জল পড়ছে, আবার কখনও জলে ভেসে যাচ্ছে। বিজেপি সরকারের কার্যকলাপে বেহাল দশা নতুন সংসদ ভবনে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েনের।

এই বেহাল দশা দেখার পরেই সাধারণ মানুষ প্রশ্ন করছেন, ২০ থেকে ২২ হাজার কোটি টাকা খরচ করে বিজেপি সরকারের কী দরকার ছিল নতুন সংসদ ভবন তৈরি করার? এর থেকে তো ভালো হত মোদির সরকার যদি এই টাকাটা দেশের মানুষের উন্নয়নে, গরিব মানুষের উন্নয়নে, কৃষক-শ্রমিকের উন্নয়নে, পরিযায়ীদের উন্নয়নে দিতে পারত।

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরি সংসদ ভবনের সামান্য বৃষ্টি প্রতিরোধ ক্ষমতাও নেই। এই নিয়ে আরও একবার বিরোধীদের তোপে মুখে পড়েছে বিজেপি। এর আগে রামমন্দিরের গর্ভগৃহ থেকে জল চুঁইয়ে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। গত বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সামনে আসে। এরপর আজ আবার সংসদের ভিতরে জলে ভেসে যাচ্ছে সেই ভিডিও প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ডেরেক।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কটাক্ষ নরেন্দ্র মোদির ইগোয় তৈরির পেল্লায় ভবনে আর তাঁরা খাপ খাচ্ছেন না, সেটা ২০২৪ নির্বাচনের পরেই বোঝা গিয়েছে।










































































































































