দুর্গাপূজাকে (Durga Pujo) কেন্দ্র করে কলকাতা শহরে জনপ্লাবন হয়। ফলে কলকাতা পুলিশের কাছে পুজোর দিনগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করা প্রতিবছরই একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে লেটার মার্কস নিয়েই পাস করে পুলিশ। এবছরও দু’মাস আগে থেকেই পুজো নিয়ে তৎপরতা শুরু করে দিল লালবাজার। সূত্রের খবর, পুজোর সময়ে শহর জুড়ে বিভিন্ন সংস্থা নিজেদের প্রচারে হোর্ডিং লাগায়। সেগুলির জন্য যাতে ট্র্যাফিক সিগন্যাল বা সিসি ক্যামেরার নজরদারি আটকে না যায়, তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের সমস্ত ট্র্যাফিক গার্ডকে।
পুজোর (Durga Pujo) সময় নিরাপত্তার নজরদারিতে সিসিটিভি একটা বড় ভূমিকা পালন করে। পুজোর আগে থেকেই শহর জুড়ে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং লাগানো শুরু হয়ে যায়। অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে সেগুলি লাগানোর ফলে অনেক ক্ষেত্রেই ট্রাফিক সিগন্যাল ও সিসিটিভি আড়াল হয়ে যায়। পুলিশের নজরদারিতে বাঘ্যাত ঘটে। গাড়ির চালকরাও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।
এ বার তাই আগেভাগেই বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। এর সঙ্গেই বিভিন্ন ট্র্যাফিক গার্ড এলাকায় কোথায় রাস্তার পরিস্থিতি খারাপ, তা জানানোর জন্য বলা হয়েছে। পুজোর আগে কোনও রাস্তায় আলোর দরকার রয়েছে কিনা, তা-ও জানাতে বলা হয়েছে।
আরও পড়ুন:রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে DVC, একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা: নজর রাখছেন মুখ্যমন্ত্রী