জীবনবিমায় GST কমাতে তৃণমূলের দাবি, সংসদে পেশ করতেই মাইক বন্ধ সুদীপের!

0
2

খোদ বিজেপির মন্ত্রী তথা প্রবীন নেতা নিতিন গড়করি অর্থমন্ত্রীকে দাবি জানিয়েছিলেন জীবন বিমা ও ওষুধের উপর বিমার উপর থেকে জিএসটি তুলে নেওয়ার। বাংলার মুখ্যমন্ত্রী এই জিএসটি প্রত্যাহারের দাবিতে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের জনবিরোধী সরকারের সামনে সেই দাবি পেশ করতেই কণ্ঠরোধ করা হল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। তবে তাতে কোনওভাবেই যে তৃণমূলকে দমানো যাবে না তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সাংসদের দাবি, কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে যতদূর সম্ভব গিয়ে আন্দোলন করবে তৃণমূল।

শুক্রবার লোকসভায় জীবন বিমা ও জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানান। তিনি এই দাবি নিয়ে সোচ্চার হতেই মাইক বন্ধ করে দেওয়া হয়। বিজেপি সাংসদরা লোকসভায় দাঁড়িয়ে যেন তেন প্রকারে তাঁর কথা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তৃণমূল সাংসদরা সংসদের ওয়েলে নেমে নিজেদের দাবি পেশ করেন এত বাধার পরেও। সেই সঙ্গে অর্থমন্ত্রীকে সংসদে এসে জিএসটি প্রত্যাহারের ঘোষণা করার দাবিও জানান তাঁরা।

সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় জানান, “জীবন বিমা ও ওষুধের উপর ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বিষয়টিকে সারা দেশের কাছে তুলে ধরেছেন। নির্মলা সীতারমনকে হাউসে আসতে হবে। আর আমরা বলতে গেলেই মাইক বন্ধ করে দিচ্ছে। দুবার হল এরকম। তবে আমরা ওয়েলে নেমে এসেছি। আমাদের স্পষ্ট দাবি, জীবন বিমার প্রিমিয়াম ও ওষুধের মূল্যের উপর জিএসটি প্রত্যাহার করার ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। এই সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে। এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব ততদূর যাব।”