টানা বৃষ্টিতে এবার বিপর্যস্ত রেল পরিষেবা। হাওড়া- বর্ধমান মেন শাখায়(Howrah Bardhaman Main Line) চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস (Landslide beside Rail track)! অফিসটাইমে ভোগান্তি নিত্য যাত্রীদের। দেবীপুর এলাকায় তিন নম্বর লাইনের পাশে আচমকা ধস নামায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। আপাতত ধীরগতিতে গাড়ি চলাচল করছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
শ্রাবণ মাসের শুরু থেকেই বাংলা জুড়ে বৃষ্টির দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ এক নাগাড়ে বৃষ্টির জেরে গত কয়েকদিন ধরেই জনজীবন বিপর্যস্ত। এবার প্রভাব পড়ল রেল পরিষেবায়। পূর্ব রেল সূত্রে খবর বৃহস্পতিবার রাতেই বিষয়টি আধিকারিকদের নজরে আসে। রাত পৌনে দশটা নাগাদ চুঁচুড়া স্টেশনে ঢোকার আগেই হোম সিগনালে দাঁড় করিয়ে দেওয়া হয় দুন এক্সপ্রেস। দেবীপুর আপ লাইনের কাছে মাটি ধষে যাওয়ায় রেললাইনের পাশে পড়ে থাকা স্লিপার নীচে গড়িয়ে যায়। রেল লাইনের পাশে ১৫ থেকে ২০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে। এতখানি এলাকা জুড়ে মাটি ধসে পড়ায় স্থানীয়রা যথেষ্ট চিন্তিত।