বাড়ি ভেঙে (Building Collapse) মৃত এক ছাত্র। নাম ধ্রুবজ্যোতি মন্ডল। ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরে। অচৈতন্য অবস্থায় গুরুতর জখম ছাত্রকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
জানা গিয়েছে, বছর ১৫ আগে তৈরি হয়েছিল এই বাড়ি। সেই বাড়ি ভেঙেই (Building Collapse) বিপত্তি। প্রথমে তিন তলার ছাদ ভেঙে পড়ে দোতলায়। তারপর দোতালার ছাদ ভেঙে পড়ে ধ্রুবজ্যোতির গায়ের উপর। ঘরের খাটে বসে সেই সময় টিভি দেখছিল ধ্রুবজ্যোতি। সেই সময় এলাকারই অন্য একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য কথাবার্তা বলতে গেছিলেন ধ্রুবজ্যোতির মা ও তার মেজদা। ঘটনার সময় বাড়িতে একাই ছিল ধ্রুব।
স্থানীয়দের দাবি, বাড়ির বেশ কয়েক জায়গায় আগেই ফাটল দেখা দিয়েছিল। তাই অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থেকে এই বাড়ির সংস্কারের বিষয়ে চিন্তা ভাবনা করছিল মন্ডল পরিবার। একটানা বৃষ্টির জেরে দুর্বল এই বাড়ি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।
আরও পড়ুন:বাড়ির সামনেই মরণফাঁদ! হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর, চাঞ্চল্য এলাকায়