অযোধ্যায় রামমন্দিরের মতোই বেহাল দশা নবনির্মিত সংসদ ভবনেরও (Central Vista)। রামমন্দিরের গর্ভগৃহে চুঁইয়েপড়ছে বৃষ্টির জল। এবার সেই একই হাল নব নির্মিত সংসদেও। বর্ষার এই মরশুমে সেন্ট্রাল ভিস্তা হলের ছাদ চুইয়ে ঝরঝরিয়ে লবিতে পড়ছে বৃষ্টির জল। তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
শুধু তাই নয়, তিনি বিষয়টি সংসদের অধিবেশনে তুলবেন বলেও জানিয়েছেন। মনিকন ঠাকুর লিখেছেন, বাইকে পেপার লিক, ভেতরে ওয়াটার লিক। একবছর হল সংসদভবন তৈরি হয়েছে তার মধ্যেই জল চুইয়ে পড়ছে। খুব দ্রুত এর ব্যবস্থা নেওয়া দরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নতুন সংসদভাবন (Central Vista)-সহ সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের জন্য খরচ ধরা হয়েছে ২০,০০০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে নতুন সংসদভাবন, সাংসদদের জন্য চেম্বার, সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ, ১০ সেক্রেটারিয়েট বিল্ডিং, সেন্ট্রাল কন্ফারেন্স সেন্টার-সহ আরও অনেককিছুই রয়েছে। ওইসব প্রজেক্ট ২০২৬ সালে শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু না হয় হবে। তবে তার আগেই হাল খারাপ নতুন সংসদ ভবনের।
আরও পড়ুন: অগাস্টের প্রথম দিনেই দেশের ৩০০ ব্যাঙ্কে সাইবার হানা! চূড়ান্ত হয়রানি গ্ৰাহকদের