“শুনলাম আপনি নাকি মারা গেছেন?” – সংবাদমাধ্যমের ফোনের উত্তরে অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty) বলছেন, ‘‘দিব্যি আছি।’’ বৃহস্পতিবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যু সংবাদের গুজব উড়িয়ে জবাব দিলেন টলিউড অভিনেতা (Tollywood Actor)। সোনালী চক্রবর্তীর (Sonali Chakraborty) মৃত্যুর পর থেকে একাই থাকেন শঙ্কর। একমাত্র মেয়ে থাকে মুম্বইতে। একাকীত্ব তাঁর নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অসহায়তার কথা জানিয়েছিলেন। কিন্তু তাই বলে মৃত্যু সংবাদ? নিজের মৃত্যুর খবর শুনে বলেন, ‘‘দিব্যি রয়েছি, ভালই তো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে! কী ভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না!’’

২০২২ সালের ৩১অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালি চক্রবর্তীকে। দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদে একাকিত্বে ভুগছেন অভিনেতা। জীবনসঙ্গীকে হারিয়ে নেশায় ডুবে ছিলেন শঙ্কর। সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন থিয়েটার তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। শঙ্কর বলেন, ‘‘আমার বিভিন্ন সাক্ষাৎকারের অংশবিশেষের বিকৃতি ঘটিয়ে অন্যায্য দাবি করা হচ্ছে।’’ মেয়ে মুম্বইয়ে থাকে কর্মসূত্রে। সেটাকে বলা হয়েছে বাবা-মেয়ের এখন কোনও বনিবনা নেই! এর মাঝেই মৃত্যুর খবরের গুজব ছড়িয়ে পড়ায় যথেষ্ট বিরক্ত অভিনেতা।










































































































































