কেন্দ্রের নতুন তিন ফৌজদারি আইন পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করছে রাজ্য সরকার (State Government) গঠিত কমিটি। তাদের রিপোর্ট পাওয়ার পরেই সরকার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। বৃহস্পতিবার, বিধানসভায় (Assembly) নতুন তিন ফৌজদারি আইন সংশোধনের দাবিতে আনা সরকারি প্রস্তাবের উপর আলোচনার শেষে জবাবি ভাষণ আইনমন্ত্রী জানান, নতুন তিন ফৌজদারি আইন ঔপনিবেশিক বিচার ব্যবস্থা থেকে মুক্তি দেবে বলে দাবি করা হচ্ছে। অথচ নতুন ৩ আইনের অধিকাংশ ধারাই পুরনো আইপিসি থেকে হুবহু নকল করা হয়েছে। বরং বেশ কিছু দমনমূলক ধারা ঔপনিবেশিক শাসকদেরও ছাপিয়ে গিয়েছে।
এই সমস্ত বিষয়ই বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি পর্যালোচনা করে দেখছে। কেন্দ্রীয় আইন হলেও প্রয়োজন বুঝলে রাজ্য বিধানসভার ওই তিন আইনে পরিমার্জন বা সংশোধন করার ক্ষমতা রয়েছে বলে মলয় ঘটক (Maloy Ghatak) জানিয়েছেন। তিনি বলেন, এদেশে স্বাধীনতার পর থেকে প্রণয়ন হওয়া সমস্ত আইনের ক্ষেত্রেই আইন কমিশনের সুপারিশ গ্রহণ করা হয়েছে। এর একমাত্র ব্যতিক্রম নতুন তিন ফৌজদারি আইন। আইন প্রণয়নের আগে কেন্দ্রীয় সরকার সমস্ত মহলে আলোচনার কথা বললেও বিচার বিভাগের অন্যতম অংশীদার আইনজীবীদের সংগঠনের মতামতই গ্রহণ করা হয়নি। উল্টে ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে গায়ের জোরে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করেছে। এর বিরোধী বাংলার সরকার।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.









































































































































