ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় হামলা শ্রীলংকার, মৃত ১! জবাব চাইলো দিল্লি 

0
1

ভারতীয় মৎস্যজীবীদের (Indian fishermen) নৌকায় হামলা চালানোর অভিযোগ শ্রীলঙ্কার নৌসেনার (Srilankan Navy) বিরুদ্ধে। মৃত্যু হয়েছে একজন মৎস্যজীবীর। নিখোঁজ আরও এক। তাঁর খোঁজ চলছে। এই ঘটনার প্রেক্ষিতে ক্ষুব্ধ দিল্লি (Delhi)। জবাব তলব করা হয়েছে ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রিয়াঙ্কা বিক্রমসিঙ্ঘের কাছ থেকে। বৃহস্পতিবার সকালে কচ্চতিভু দ্বীপের ৫ নটিক্যাল মাইল উত্তরে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় ধাক্কা মারে বলে অভিযোগ। জানানো হয়েছে, ৪ জন ভারতীয় মৎস্যজীবী নৌকাটিতে ছিলেন। তাঁদের মধ্যে এক জন মৃত। অন্য জন জলে পড়ে যান, তাঁর এখনও খোঁজ মেলেনি।