প্রতিষ্ঠা দিবসের দিনই দলবদলে বড় চমক লাল-হলুদের

0
1

অবশেষে জল্পনার অবসান। ক্লাবের প্রতিষ্ঠা দিবসে দিনই ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল । মোহনবাগানের প্রাক্তন ফুটবলার হেক্টর ইউস্তেকে ষষ্ঠ বিদেশি হিসাবে সই করালো লাল-হলুদ ক্লাব। এদিন এমনটাই জানান হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। স্প্যানিশ এই ডিফেন্ডার আসায় উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। ইস্টবেঙ্গলে নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া হেক্টর। হেক্টর আসায় লাল-হলুদের রক্ষণ যে শক্তিশালী হল, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন হক্টরকে নিয়ে কুয়াদ্রাত বলেন, “ হেক্টর আসায় দলের শক্তি বাড়ল। ও অতীতে ভারতে খেলে গিয়েছে। ওর ভারতীয় ফুটবল সম্পর্কে ধারনা আছে। ওর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ” অপরদিকে লাল-হলুদে এসে উচ্ছ্বসিত ইউস্তে। তিনি বলেন, “ আমি ভিষণ খুশি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। এই ক্লাবের ঐতিহ্য , হার না মানা মানসিকতা, লড়াই আমাকে টেনেছে। বিশেষ করে এই ক্লাবের সমর্থক। যা আমাকে টেনেছে। এই ঐতিহাসিক ক্লাবে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত । ”

এদিকে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে আরও দু’বছরের চুক্তি করল মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলার হয়েছিলেন দিমিত্রি। মোহনবাগানে সই করে অস্ট্রেলিয়ার ফুটবলার বলেন, “আমার উপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞ। চেষ্টা করব দলকে আরও ট্রফি জেতানোর। এবছর আমাদের শক্তি আরও বেড়েছে। দীর্ঘ দিনের বন্ধু জেমি ম্যাকলারেন দলে যোগ দিয়েছেন। আমরা একসঙ্গে বহু ম্যাচ খেলেছি। সফল হয়েছি। ভারতের মাঠেও সেই সাফল্যের ধারা বজায় রাখতে চাই। ”

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে হতাশ করলেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি, কোয়ার্টার ফাইনালে হার ভারতের তারকা জুটির