মন্ত্রী অরূপ রায়ের সই, প্যাড নকল করে প্রতারণার অভিযোগ! FIR দায়ের থানায়

0
1

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy) সই, প্যাড ‘ নকল’ করে প্রতারণার অভিযোগ। এফআইআর করা হল থানায়। গোটা বিষয়টি হাওড়া CP-এর নজরে আনা হয়েছে। তদন্তে নেমেছে হাওড়া পুলিশ (Howrah)।

সূত্রের খবর মন্ত্রী অরূপ রায়ের ভুয়ো প্যাডে সই এবং স্ট্যাম্প ‘জাল’ করে জনৈক ব্যক্তি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছিলেন। এই অভিযোগে বুধবার রাতে শিবপুর থানায় যুব তৃণমূল কংগ্রেসের মধ্য হাওড়ার সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, কোনও অসাধু চক্র এই কাজের সঙ্গে যুক্ত। প্যাডে কোনও রেফারেন্স নম্বর উল্লেখ ছিল না। এমনকি মন্ত্রীর বাড়ির ঠিকানাতেও ‘স্পেলিং মিসটেক’ ছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে এই নিয়ে এক সাংবাদিক বৈঠকে দলের মধ্য হাওড়ার সহ সভাপতি সুশোভন চট্টোপাধ্যায় জানান, ‘রেলওয়ে সূত্র মারফত জানা যায় এরকম ‘জাল’ প্যাড ব্যবহার করে একাধিক আবেদন আসছিল। এরপরই থানায় এফআইআর করা হয়। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে অপরাধীদের শাস্তি দাবি করছি আমরা। দল এবং রাজ্যের মন্ত্রীকে কালিমালিপ্ত করতে এটা চক্রান্ত করা হয়েছে বলেও আমরা মনে করছি।’ এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, “সই জাল করে জাল প্যাড ও স্ট্যাম্প ব্যবহার করার অনেকগুলো অভিযোগ আমাদের হাতে এসেছে। আমার ব্যক্তিগত সচিব ( পি.এ ) হাওড়ার পুলিশ কমিশনারকে বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি শিবপুর থানায় দলের মধ্য হাওড়ার যুব সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় এই নিয়ে একটি এফআইআর করেছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।” হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী জানান, ‘ঘটনার তদন্ত চলছে। আশা করছি দ্রুত পুরো চক্রটিকে ধরে অভিযুক্তদের গ্রেফতার করা যাবে।’