অগাস্টের শুরুতেই বড় ধাক্কা! একলাফে বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম, চিন্তায় ব্যবসায়ীরা

0
2

অগাস্টের (August )শুরুতেই বড়সড় ধাক্কা! ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG cylinder)। যদিও তার কোন প্রভাবই পড়বে না আম জনতার হেঁসেলে। দামি হচ্ছে বানিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম প্রকাশ করে সরকারি তেল কোম্পানি। সেই মতো অগাস্টের প্রথম দিনেই সকাল ৬টা নাগাদ এলপিজি সিলিন্ডারের নতুন দামের তালিকা জানিয়ে দেয় ৩টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই চার্ট অনুযায়ী, চলতি মাসে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ১৪ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দাম।

সরকারি তেল কোম্পানিগুলির বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৮ থেকে ৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার দাম বেড়েছে ৬.৫০ টাকা। অন্যদিকে কলকাতায় ৮.৫০ টাকা বেড়েছে দাম। একনজরে দেখে নিন কোন রাজ্যে নয়া বানিজ্যিক সিলিন্ডারের দাম কত? দিল্লিতে নতুন বানিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে ১,৬৫২.৫০ টাকা, মুম্বইতে ১,৬০৫ টাকা, চেন্নাইতে ১,৮১৭ টাকা এবং কলকাতাতে ১,৭৬৪.৫০ টাকায় মিলবে।

চলতি বছরের জুলাইতে ১৯ কেজির এলপিজির দাম কমেছিল প্রায় ৩০ টাকা। এপ্রিলের আগের ৩ মাস অবশ্য বেড়েছিল দাম। তবে নয়া দামে মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। তাঁদের মতে হোটেল চালানো দূর, এখন গ্যাসের দাম বাড়ায় সমস্যা বাড়বে‌।