রাতভর টানা বৃষ্টিতে (Heavy Rain) জলমগ্ন দিল্লি (Delhi)! সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যে, অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন রাজপথ থেকে শুরু করে অলিগলি। সেই জলের তোড়েই নর্দমায় ভেসে মৃত্যু হয়েছে মা ও তাঁর ৩ বছরের ছেলের। পাশাপাশি দুর্যোগের কারণে ইতিমধ্যে দিল্লি লাগোয়া গুরুগ্রামে চার জন এবং গ্রেটার নয়ডায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় গাজিপুরে প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলেন ২২ বছরের তরুণী এবং তাঁর তিন বছরের শিশুপুত্র। কিন্তু একটি নির্মীয়মাণ নর্দমায় পড়ে গিয়ে জলে ভেসে যান তাঁরা। পরে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, নির্মীয়মাণ নর্দমাটির গভীরতা ছিল ১৫ ফুট। চওড়ায় ছিল ৬ ফুট। এছাড়াও, পুলিশ সূত্রে খবর দিল্লির বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির কারণে আহত হয়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ১৪ বছরে মাত্র ২৪ ঘণ্টায় এত বৃষ্টি দিল্লিতে কখনও হয়নি। বৃহস্পতিবারও সারা দিন রাজধানীতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার অবধি দিল্লিতে বৃষ্টি চলতে পারে।



তবে ভারী বৃষ্টি এবং রাজধানীর নানা জায়গায় জল জমার কারণে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সতর্ক অরবিন্দ কেজরিওয়াল প্রশাসন। ইতিমধ্যে জল নামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বৃষ্টি লাগাতার চলতে থাকলে জল সামলানোই বড় চ্যালেঞ্জ আম আদমি পার্টির কাছে।











































































































































