তিলজলায় তরুণীর রহস্যমৃত্যু, বেপাত্তা লিভ ইন পার্টনার!

0
3

তিলজলার (Tiljala)ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছরের তরুণীর দেহ। মৃতের নাম মিনা কোয়ার। জানা গেছে তিনি নেপালের বাসিন্দা, কলকাতার এক পানশালায় কর্মরত ছিলেন। বেশ কয়েকমাস ধরে তিলজলার ফ্ল্যাটে এক যুবকের সঙ্গে লিভ-ইন করছিলেন। ঘটনার পর থেকে বেপাত্তা প্রেমিক। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে তরুণী ফ্ল্যাটের দরজা না খোলায় প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। দরজা ভেঙে মিনার ঝুলন্ত দেহ উদ্ধার করে তিলজলা থানার পুলিশ (Tiljala Police Station)। তরুণীর বোন বেঙ্গালুরুতে থাকেন। বুধবার তাঁর কাছে একটি ফোন যায়। ওই ফোনটি তরুণীর লিভ ইন পার্টনার করেন বলে তিনি দাবি করেছেন। এরপর কেন পালিয়ে গেলেন লিভ ইন পার্টনার, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।