খারাপ আবহাওয়ার জেরে বাতিল ওয়েনাড় যাত্রা! ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস রাহুল-প্রিয়াঙ্কার

0
4

প্রতিকূল আবহাওয়ার (Weather) জের! শেষ মুহূর্তে বাতিল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ওয়েনাড় (Waynad) সফর। ধসে বিপর্যস্ত কেরলের (Kerala ) ওয়েনাড়ে বুধবার যাওয়ার কথা ছিল কংগ্রেস সাংসদ রাহুলের, তাঁর সঙ্গে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীরও (Priyanka Gandhi)। এক্স হ্যান্ডলে বুধবার সকালেই একথা জানিয়েছেন ওয়েনাড় রাহুল। ওয়েনাড়ের লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কাও সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন।

এদিন রাহুল জানিয়েছেন, বুধবারই প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়েনাড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু সেখানকার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া হচ্ছে না তাঁদের। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, একনাগাড়ে বৃষ্টি ও প্রতিকূল আবওয়ার কারণে বর্তমানে সেখানে অবতরণ করতে পারবে না হেলিকপ্টার। তবে এদিন যেতে না পারলেও, সবসময় পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন রাহুল। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করতে যত শীঘ্র সম্ভব ওয়েনাড়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন কংগ্রেস সাংসদ। অন্যদিকে প্রিয়াঙ্কা জানান, এই কঠিন মুহূর্তে তাঁরা বুধবার ওয়েনাড় যেতে না পারলেও ওয়েনাড়বাসীর পাশে তাঁরা সবসময় আছেন।

এদিকে মঙ্গলবারই কেরলের আলাপ্পুঝার কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল জানিয়েছিলেন বুধবার ওয়েনাড় পরিদর্শনে যাবেন রাহুল-প্রিয়াঙ্কা। সবরকম প্রস্তুতি সারাও হয়েছিল। কিন্তু ওয়েনাড়ে উদ্ধারকাজে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য তাঁরা মাইসুরু হয়ে ওয়েনাড় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্ত পরবর্তীকালে তাঁরা জানতে পেরেছেন, মাইসুরু বিমানবন্দরের আবহাওয়া এই মুহূর্তে ভালো নেই। সেক্ষেত্রে সম্ভাব্য সব বিকল্প পথ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বেণুগোপাল। সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আগামী এক-দু’দিনের মধ্যেই ওয়েনাড় যেতে পারেন দুজন‌। উল্লেখ্য, লাগাতার বৃষ্টিতে ধসের জেরে মৃত্যুপুরী কেরলের ওয়েনাড়। এখনও পর্যন্ত সরকারি হিসাবে ১৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এখনও ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন বহু মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।